ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ঢাকায় হেফাজতের বিক্ষোভ

ঢাকায় হেফাজতের বিক্ষোভ

সারাদেশে কর্মীদের ওপর নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তারা।

নামাজের আগে থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। নামাজের পর তারা বিক্ষোভে অংশ নেয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বিক্ষোভ সমাবেশের বাইরে সড়কে আসা-যাওয়ার পথে তারা সড়কে কোনো মিছিল বা অবস্থান করবে না বলে আগে থেকেই জানানো হয়।

এদিকে মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান।

প্রেসক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায়। শান্তিপূর্ণ বিক্ষোভের পর মোনাজাতের মাধ্যমে শেষ হয়