সিলেটে কোয়ারেন্টিনে থাকা লন্ডন ফেরত এক নারী ধর্ষণের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) নগরীর নুরজাহান গ্র্যান্ড হোটেলে এই ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে।
লন্ডন ফেরত ওই নারীর ফুফুত ভাই সাংবাদিকদের জানান, আমার বোন আজ সকালে লন্ডন থেকে দেশে আসে। কোয়ারেন্টিনের জন্য এয়াপোর্ট থেকে সরাসরি দরগাগেইটস্থ নুরজাহান গ্র্যান্ড হোটেলে নিয়ে আসা হয়। সেখানে আসার পর থেকে ঐ হোটেলের শাহীন নামের এক কর্মচারী আমার বোনকে উত্যক্ত করে।
তিনি বলেন, এক পর্যায়ে রাত অনুমান সাড়ে ১১ টার দিকে শাহীন রুমে ঢুকে … করে। পরে আমাদেরকে খবর দিলে আমরা এসে পুলিশকে জানাই।পুলিশ ওই কর্মচারীকে আটক করে নিয়ে গেছে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই সাইদ আহমদ বলেন,মৌখিক অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে হোটেল কর্মচারীকে আটক করেছি।সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অন্য একটি সূত্র মতে এই নারী কিছুটা শারিরীক প্রতিবন্ধী ছিলেন।
এই ঘটনায় লন্ডন প্রবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে। কোয়ারেন্টিনের থাকা প্রবাসীরা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি কামনা করেন।
London Bangla A Force for the community…
