লন্ডনের হ্যাকনি মার্শেস মাঠে ১২টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো জাকজমকপূর্ণ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। কোরোনার ক্রান্তিকালে ক্রিকেটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো. ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোভিদ এর গাইডেন্স অনুসরণ করে এমন সফলতার সাথে টুর্নামেন্টের পরিচালনা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। ফাইনালে মুখোমুখি হয় ইস্ট লন্ডন টাইটান্স ক্রিকেট ক্লাব এবং নর্থ লন্ডন মুসলিমস ক্রিকেট ক্লাব। হাড্ডা হাড্ডি লড়াইয়ের ফাইনাল এ শিরোপা জিতে নেয় ইস্ট লন্ডন টাইটান্স ক্রিকেট ক্লাব
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ম্যাচ জিতে ট্রফি তুলে নেয় মাইটি টাইগার্স ক্রিকেট ক্লাব
অংশগ্রহণকারী ১২টি দল হলো –
ওয়েস্ট এসেক্স ক্রিকেট ক্লাব
কানিয়াল টাইগার্স ক্রিকেট ক্লাব
মাইটি টাইগার্স ক্রিকেট ক্লাব
নিও ক্রিকেট ক্লাব
লন্ডন স্পোর্টিফ্ (পার্পল)
লন্ডন স্পোর্টিফ (হোয়াইট )
ইস্ট লন্ডন টাইটান্স ক্রিকেট ক্লাব
ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট ক্লাব
এবিএম মৌলভী বাজার ক্রিকেট ক্লাব
রয়েল টাইগার্স ক্রিকেট ক্লাব
নর্থ লন্ডন মুসলিমস ক্রিকেট ক্লাব
গ্রিফিনস ক্রিকেট ক্লাব
পুরস্কার বিতরণী অনুষ্টান এ প্রধান অতিথি ছিলেন NTV ইউরোপের সি ই ও সাবরিনা হোসাইন। অন্যান্য অতিথিরা হলেন জাহিদ খান, আবু সুফিয়ান, ইব্রার মীর, মেঘনা প্রমুখ
মাইটি টাইগার্স ক্রিকেট ক্লাব এর অনন্য আয়োজনে যাদের অক্লান্ত পরিশ্রম উল্লেখযোগ্য ছিল- সুমন শরীফ, হাসান আহমেদ, উসমান প্যাটেল, সায়ীদ শাহেদ, ফজলু, তানভীর আহমেদ, নাহিদ রানা, ফরহাদ উদ্দিন, মহম্মদ সালমান, মাহবুব সবুজ, আয়াজ করিম প্রমুখ
টুর্নামেন্টের পরিচালক সুমন শরীফ বলেন, “ক্রিকেটের মাধ্যমে সাউথ এশিয়ান কমিউনিটিকে এক প্লাটফর্মে এনে একটি উৎসবমুখর দিন উপহার দেয়া ছিল আমাদের উদ্দেশ্য , মাইটি টাইগার্স ক্রিকেট ক্লাব এর সকল কমিটি মেম্বারদের আমি ধন্যবাদ জানাই”.