৪ টি হাসপাতাল ঘুরে অক্সিজেন না পেয়ে বিনা চিকিৎসায় মারা গেলেন বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আর এল ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী ইকবাল হোসেন খোকা। তিনি সিলেট নগরীর কুমারপাড়ার বাসিন্দা। তিনি শারিরীকভাবে অসুস্থ হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে স্বজনরা অক্সিজেনের জন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু এক এক করে ৪টি হাসপাতালে গেলেও কেউ অক্সিজেন দিতে রাজি হয়নি। শেষমেষ অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায়ই আজ ভোরে মারা গেলেন এই ব্যবসায়ী।
করোনা টেস্টের জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
হাজী মোহাম্মদ ইকবাল হোসেন খোকা‘র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার পরিচিত ব্যবসায়ীরা। মরহুমের জানাযার নামাজ আজ বাদ জুম্মা তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
London Bangla A Force for the community…
