মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়ার দায়ে শাহাদাৎ হোসেন সাধু (৩৬) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাৎ হোসেন সাধু মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড় শ্যামপুর গ্রামের মৃত লতিফ সেখের ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, আঁখি আক্তার নামে ওই কিশোরী মায়ের সঙ্গে ঢাকার সাভারে ভাড়া বাসায় থাকতো। ২০১৮ সালের ২০ অক্টোবর পূর্বপরিচিত শাহাদৎ হোসেন নানার বাড়িতে পৌঁছে দেয়ার জন্য আঁখিকে সেখান থেকে নিয়ে আসেন। পথিমধ্যে উপজেলার শ্যামনগর গ্রামের পরিত্যক্ত একটি ডিপ টিউবলের ঘরে নিয়ে আঁখিকে ধর্ষণ করে। এরপর গলা টিপে হত্যার পর মরদেহ গুম করার জন্য পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায থানায় মামলা হলে ২০১৯ সালের ২৪ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় আসামি শাহাদাৎ হোসেন সাধু উপস্থিত ছিলেন।
London Bangla A Force for the community…
