লন্ডন ১৫ মার্চ : পার্বত্য চট্রগ্রামের বিএনপির অন্যতম প্রতিষ্টাতা, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ অাসনে সংসদ সদস্য প্রার্থী অালহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ আর নেই l বার্ধক্যজনিত কারণে ১৩ মার্চ, ২০২০, শুক্রবার রাত ১০.৪৫ মিনিটে তিনি সিলেট শহরের বাগবাড়িস্থ এতিম স্কুল রোডের নিজ বাসবভনে ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর এবং তিনি স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা সন্তান ও নাতি নাতনীসহ আত্নীয় স্বজন, বন্ধু সহকর্মী রেখে গেছেন l দীর্গদিন বিভিন্ন রোগে নাজিম উদ্দিন অসুস্থ ছিলেন l মরহুমের বড় ছেলে আইনজীবী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন l
নাজিম উদ্দিনের মৃত্যুতে বিএনপিসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে l বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, রাঙামাটি যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ সায়েম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, লন্ডন থেকে হেলাল উদ্দিন, শাকিল চৌধুরী সহ ছাত্রদল, জাসাস, কৃষকদল, তাঁতীদল, সেস্চাসেবকদল বিভিন্ন সংগঠন মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন l
প্রসঙ্গত, ১৯৭৮ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমানের হাত ধরে পার্বত্য জনপদে বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারন সম্পাদক ও সাবেক সমন্বয়কারী ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দীন পার্বত্য রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকার ।( ১৯৮৬- ৮৮) ১৯৮৮ সাল হতে ২০০৮ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি পার্বত্য চট্রগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, মাত্রাসা ও স্কুলের প্রতিষ্টাতা ছিলেন।
মরহুমের বড় ছেলে এ্যাড মামুনুর রশীদ মামুন
সিনিয়র যুগ্ম সম্পাদক, রাঙামাটি জেলা বি.এন.পি এবং সাবেক রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন l
মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নে পাতন গ্রামে l
শহীদ জিয়ার একজন আদর্শবাদী নেতা হিসাবে তিনি আজীবন লড়াই করে গেছেন।