ব্রেকিং নিউজ
Home / ব্রিটেন সংবাদ / গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ২২ লাখ টাকার বৃত্তি বিতরণ

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ২২ লাখ টাকার বৃত্তি বিতরণ

যুক্তরাজ্য ভিত্তিক অন্যতম বৃহৎ সামাজিক ও শিক্ষামূলক সংগঠন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউ কে এর উদ্যোগে গোলাপগঞ্জের ৩৮টি মাধ্যমিক ও ৭টি মাদ্রাসার প্রায় পাচ শতাধিক এর বেশি ছাত্রছাত্রিদের মধ্যে বৃত্তি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয় শনিবার ১৪ই মার্চ লক্ষিপাশা ইউনিয়নের মুরাদিয়া সবুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ।

বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্বদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, প্রধান অতিথি প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, সরকার শিক্ষার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। কিন্তু সরকারের সাথে সবাই একযোগে কাজ করতে পারলে দ্রুত দেশের সার্বিক উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা যাবে।

প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। তাদের রেমিটেন্স আমাদের অর্থনীতিতে ব্যাপক ভমিকা রাখছে। এছাড়াও শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে তারা বিরামহীন অবদান রেখে যাচ্ছেন। প্রবাসে থেকেও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টের সদস্যরা দেশের শিক্ষার উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

শনিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মো. আলতাফ হোসাইন বাইস।

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার ৩৮টি স্কুল ও ৭টি মারাসার প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রায় সাড়ে ২২ লক্ষ টাকার বৃত্তি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, বই বিতরণ, জাতীয়করণসহ বিভিন্ন কার্যক্রমর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। সরকার শিক্ষাকে প্রথম ও প্রধান জাতীয় কাজ হিসেবে গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বিশিষ্ট শিক্ষাবীদ মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন টাস্ট ইউকের ট্রেজারার জবরুল ইসলাম লনি, গোলাপগঞ্জ রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ট্রাস্ট্রের ট্রাস্টি সাহিত্যিক ও কবি ফয়জুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম, ট্রান্টের মেম্বারশীপ সেক্রেটারি নুনু মোহাম্মদ শেখ, মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, লক্ষিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের টাস্টি ছালেহ আহমদ, বাংলাদশে ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, সমাজসেবক ও রাজনীতিবীদ এমরান আহমদ চৌধুরী, বুধবারি বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সৃজনীর প্রধান শিক্ষক তোফায়েল আহমদ চৌধুরী, মোহাম্মদ আলী, শাহজাহান আহমদ টিপু, সাদিকুর রহমান চৌধুরী, আরিফ কাদির প্রমুখ। শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহিম চৌধুরী রিপন।

প্রেস বিজ্ঞপ্তি