ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যর সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মিসেস ডরিসের করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে।

এদিকে যুক্তরাজ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটির প্রথম এমপি হিসেবে এ ভাইরাসে আক্রান্ত হলেন নাদিন ডরিস। খবরে বলা হয়েছে, তার পরীক্ষার ফলাফল ইতিবাচক আসার পর তিনি নিজেকে সব কিছু থেকে আড়াল করে নিয়েছেন।

অপরদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৮২। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন টরি পার্টির সাবেক এক মন্ত্রী।

ররি স্টুয়ার্ট বলেন, প্রধানমন্ত্রীর উচিত এখনই সকল স্কুল বন্ধ করে দেওয়া এবং বিশাল সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা। ব্রিটেনের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই জানান তিনি।

credit: শীর্ষবিন্দু নিউজ