লন্ডনের টাওয়ার হ্যামলেটস সিটির সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরীর বড়লেখাস্থ বাগান বাড়ীর দু’তলা থেকে সাহিদা বেগম (৩০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ ময়না তদন্তের জন্য তার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বৃহস্পতিবার রাত থেকে বাড়ীর মালিক জয়নাল চৌধুরী ও ২ কেয়ারটেকারের সন্ধান মিলছে না। এ তরুণীর মৃত্যুকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের আল আমিন মার্কেট ও ফাতেমা হাউজের স্বত্তাধিকারী লন্ডনের টাওয়ার হ্যামলেটস সিটির সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী বৃটিশ নাগরিক। দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি লন্ডনে বসবাস করেন। দেশে আসলে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের বিলাসবহুল বাড়ী এবং পাশেই পানিশাইল গ্রামে তার নির্মিত অত্যাধুনিক দু’তলা বাগান বাড়ীতে থাকেন। এ বাড়ীতে দু’জন কেয়ারটেকার স্বপরিবারে বসবাস করে। স্থানীয় লোকজন জানান, জয়নাল চৌধুরী বাগান বাড়ীতে অবস্থানকালে প্রায়ই অজ্ঞাত নারী-পুরুষের আনাগুনা দেখা যেতো। সাহিদা বেগম নামে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এক তরুণী সেখানে থাকতো। বুধবার রাতের যেকোন সময় ওই তরুণীর রহস্যজনক মৃত্যু ঘটে। এরপর জয়নাল চৌধুরী ও কেয়ারটেকাররা গা ঢাকা দিয়েছে।
মনোরঞ্জন বিশ্বাস নামে পানিসাইল গ্রামের এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে জয়নাল চৌধুরীর বাগান বাড়িতে ঘাস কাটতে গিয়ে সদর দরজার ডান পাশের গøাস লাগানো রুমে মৃত মহিলা দেখতে পেয়ে লোকজনকে জানান। খবর পেয়ে সন্ধ্যায় থানার এসআই শরীফ উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গেইট ও দরজা তালাবদ্ধ দেখতে পান। স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’তলার পশ্চিম দক্ষিণের বেড রুমে মেঝের উপর চিত অবস্থায় এক তরুণীর লাশ দেখতে পান। রাত ১টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জয়নাল চৌধুরীকে বাগান বাড়ী থেকে বেরিয়ে যেতে দেখেন। মনোরঞ্জন সকাল ৮ টায় ঘাস কাটতে গিয়ে বাড়ীর নিচ তলার কক্ষে তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায়। সন্ধ্যায় লাশটি দু’তলায় কিভাবে গেলো এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। জয়নাল চৌধুরীর বাগান বাড়ীতে আমির আলী ও অনন্ত বিশ্বাস নামে দু’জন কেয়ারটেকার স্বপরিবারের বসবাস করে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের কোন সন্ধান মিলছে না। এতে তরুণীর মৃত্যুর রহস্য ক্রমশঃ ঘনীভুত হচ্ছে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক শুক্রবার সন্ধ্যায় জানান, ‘লন্ডন প্রবাসীর বাড়ির ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর গলায় চন্দ্রাকৃতির চিহ্ন (দাগ) রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জয়নাল চৌধুরীকে বাড়িতে পাওয়া যাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ। পুলিশ ঘটনা তদন্ত করছে।’
Source: DailyJalalabad.com