বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজমীর জানান, ট্রলারটি ৭০ জন রোহিঙ্গা ও ১০ বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সন্ধান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।