ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

দুর্নীতির মামলায় দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করছে বিএনপি।

শনিবার বেলা দুইটা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করবে দলটি। তবে অনুষ্ঠান শুরুর দুই ঘণ্টা আগেই সমাবেশস্থলে মিছিল নিয়ে আসছেন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্য দেবেন। আর সভাপতিত্ব করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শুক্রবার সমাবেশ করতে পুলিশের অনুমতি পাওয়ার কথা জানায় বিএনপি।

সমাবেশে অংশ নিতে বেলা ১২টার পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেয়।

গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তিতে তার মুক্তির দাবিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল। এ উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় সারা দেশে বাদ জুমা দোয়া কর্মসূচি পালন করেছে দলটি।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন। অসুস্থ হওয়ায় গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Source: ঢাকাটাইমস