ইতালিতে একটি দ্রুত গতির ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় লোডি শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে জরুরি বিভাগ।
ধারণা করা হচ্ছে যে, দুর্ঘটনায় নিহতরা দু’জনই চালক। ওই দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে।
ওই ট্রেনটি মিলান শহর থেকে দক্ষিণাঞ্চলীয় সালের্নো শহরের দিকে যাচ্ছিল। এদিকে, দুর্ঘটনার পর পরই মিলান-বোলোগনা রুটে দ্রুত গতির সব ট্রেন সেবা বাতিল করা হয়েছে।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা। মিলান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত লোডি শহর।
London Bangla A Force for the community…
