ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / বিশ্বনাথে ৩৪৫ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বিশ্বনাথে ৩৪৫ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান

বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশ্বনাথে আজ (১লা ফেব্রুয়ারী শনিবার) দরিদ্র-অসহায় ৩৪৫ পরিবারের সদস্যদের মধ্যে বিনামূলে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। ২৮জন চানিপড়া চক্ষু রোগীকে অপারেশন, ১৭৯ জনকে ঔষধ, ব্যবস্থাপত্র ও ১৩৭ জন রোগীকে বিনামূল্যে চশমা দেয়া হয়।
হরিকলস গ্রামস্থ আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আল-মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আলহাজ্বা আফতাবান বিবি-আনোয়ারা আনু’র অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগরের ব্যবস্থাপনায় অই ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ক্যাম্প শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।

সকালে ফ্রি চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন চ্যানেল এস ইউকের ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, বাংলা পোষ্ট মিডিয়া লিমিটেডের অনারী চেয়ারম্যান শেখ মফিজুর রহমান, আল-এমদাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গৌছ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, চ্যানেল এস ইউকের ম্যানেজিং ডাইরেক্টর পুত্র মাহফুজ চৌধুরী, চ্যানেল এস সিলেট টিমের সিনিয়র ক্যামেরা পারসন লিটন চৌধুরী, চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, সমাজকর্মী আব্দুল হামিদ, কয়ছর চৌধুরী, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা সভাপতি শামছুল ইসলাম মোমিন, শাহওলী খন্দকার (রহ.) সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম শ্বাসরাম এর প্রচার সম্পাদক আহমদ আলী, সদস্য লেবু মিয়া।

Credit: বিশ্বনাথ বিডি ২৪