বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দলের ঘোষিত ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দেবে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি খালেদা জিয়া ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ও ২৯ ডিসেম্বর কর্মসূচিতে তার দল যোগ দেবে বলে জানান।
মঙ্গলবার দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে ঐতিহাসিক উল্লেখ করে কাজী জাফর বলেন, ‘আমার দেখা এটাই খালেদা জিয়ার শ্রেষ্ঠ ভাষণ।’
আগামী ৫ জানুয়ারির নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন হলে গণতন্ত্র ব্যাহত হবে।
এইচএম এরশাদকে ‘পুতুল নাচের রাজা’ আখ্যা দিয়ে তার আমলের এই প্রধানমন্ত্রী বলেন, ‘এরশাদ নিজেকে আটক দাবি করছেন। আবার হাসপাতালে বসেই নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। কাউকে পদোন্নতি দিচ্ছেন। ফাঁকে ফাঁকে গলফ খেলতেও যাচ্ছেন।’
তিনি বলেন, ‘এই পুতুল নায়কের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি। আর তার বাহু থেকে বেরিয়ে এসে আমরা সত্য ও সততার দল গঠন করছি।’
এর আগে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে কাজী জাফর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলন সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তৃতাকালে কাজী জাফর বলেন, সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। শুধু ঘণ্টা নয়, পতনও শুরু হয়েছে। আর কয়েকদিন পর সরকারকে খুঁজে পাওয়া যাবে না।
নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে ইসির কর্মকাণ্ডের কারণেই দেশে আজ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।