ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / আরও চারটি নতুন টুর্নামেন্ট করব, ওদের খেলতে হবে ঢং চলবে না: পাপন

আরও চারটি নতুন টুর্নামেন্ট করব, ওদের খেলতে হবে ঢং চলবে না: পাপন

ক্রিকেটাররা বেতন বাড়ানোসহ যে ১১টি দাবি করেছেন তার মধ্যে আছে নতুন টুর্নামেন্ট বাড়ানোর প্রস্তাবনাও।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি রাজি আছি। একটা না, আরও চারটা নতুন টুর্নামেন্ট আয়োজন করব। কিন্তু ওদের খেলতে হবে, ঢং করলে চলবে না।’

বিসিবি সভাপতির এমন কথা বলার বেশ কারণও আছে। জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্ট খেলতে অনীহা। জাতীয় লিগ, বিসিএল, প্রিমিয়ার লিগসহ ঘরোয়া যেসব টুর্নামেন্ট আছে তাতে অংশ নিতে চান না তারা। মাঝে মধ্যে ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়া বিসিবি বাধ্যতামূলক করে দেয়ার পরও জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন অজুহাত দেখিয়ে খেলা থেকে বিরত থাকেন।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সময়টা জানিয়ে দিতে বলবেন, কখন নতুন টুর্নামেন্ট আয়োজন করব। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলরা যেহেতু করতে পারে না, ওদের জানিয়ে দিতে বলবেন। আর জাতীয় দলের ওরা খেলবে কি না বইলেন।’