ব্রেকিং নিউজ
Home / অপরাধ জগৎ / আবরার হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আবরার হত্যার প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক হত্যার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিউটি নেতা ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন টাওয়ার হেমলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, সাবেক ছাত্রনেতা আব্দুল করিম জলিল, বিশিষ্ট বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত চৌধরী, কমিউনিটি নেতা রফিক আহমেদ রফিক।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে তাদের জীবন আজ বিপর্যয়ের মুখে।ছাএলীগ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্টানকে আজ সন্ত্রাসের রাজ্যে পরিনত করেছে। ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের পক্ষে সামান্য একটি ফেইসবুক স্টেটাসের জন্য এভাবে মেধাবী এই শিক্ষাথী আবরারকে নির্মম হত্যা করায় বক্তারা তিব্র নিন্দা জানান এবং আবরারের হত্যা কান্ডের সাথে জড়িত ছাএলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য বক্তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, আবরার হত্যার পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারতপ্রেমর প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরার প্রধান মন্ত্রীর ভারত সফরে দেশ বিরোধী চুক্তি বিরুদ্বে ফেসবুকে পোস্ট দেয়ার কারনে তাকে পিঠিয়ে হত্যা করা হয়। যা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে তারা তুলনা করেন। আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তির দাবী জানান। শুধু তাই নয় অনতিবিলম্বে দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবীও করেন।

এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাহিদুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহান বিন নিজাম, মাহিদুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মুনিম, শাহীন আহমেদ রনি, সাইফুর রহমান পারভেজ, জয়নাল আবেদীন, দোলোয়ার হোসেন, মিফতা উদ্দিন খাইরুল আমিন, জিল্লু, নজরুল ইসলাম, রুহুল ইসলাম, রায়হান উদ্দিন্ , রুহুল আমিন,আ:হাফিজ, বাহারুল ইসালাম, রাজু আহমদ, লায়েক আহমদ, মাহবুব আলম, কামরুল ইসলাম প্রমুখ।