ঢাকা দক্ষিণের বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমানের সঙ্গে চিত্রনায়িকা শিরিন শিলার সম্পর্কের খবর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাসছে। এই যুবলীগ নেতা চলচ্চিত্র প্রযোজনায় নেমেছিলেন। শোনা যায়, আরমানের প্রযোজিত চলচ্চিত্রে নায়িকা শিরিন শিলার অভিনয়ের কথা চলছিল।
গেল রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করা হয় ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে। আটকের পর দুজনকেই বহিষ্কার করেছে যুবলীগ।
নায়িকা শিলার ওপর নজরদারির মাধ্যমে আরমানের খোঁজ পেয়েছে র্যাব এমন বিষয় উল্লেখ করে ইতিমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
এ ব্যাপারে চিত্রনায়িকা শিরিন শিলা বলেছেন, যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমানকে গ্রেপ্তারের জন্য র্যাব আমার ওপর নজরদারি রাখতো উল্লেখ করে অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছে। শিলার প্রশ্ন, যদি তাই হয় তবে র্যাব কেন আমাকে জিজ্ঞাসাবাদ করল না?
তিনি বলেন, আমাকে নজরে রেখে কীভাবে আরেকজনকে গ্রেপ্তার করবে? ‘মিয়া বিবি রাজি’ ছবির এই নায়িকা আরও বলেন, র্যাব যদি আমার মাধ্যমে আরমান সাহেবের খোঁজ পান তবে কেন আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো না। দুদিন আগে দুবাই থেকে একটি অনুষ্ঠান করে দেশে ফিরেছি। এসব কথা বানোয়াট।
আরমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই দাবি করে শিলা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে কাজ করছি। যে কারণে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। তবে আরমান সাহেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
বাংলা চলচ্চিত্রের এক সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুরছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে।