ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ২০০০ অবৈধ অভিবাসী ব্রিটেনে ঢোকার চেষ্ঠা করে ইউরো ট্যানেল দিয়ে- ক্যালাইস পরিস্থিতি ভয়াবহ

২০০০ অবৈধ অভিবাসী ব্রিটেনে ঢোকার চেষ্ঠা করে ইউরো ট্যানেল দিয়ে- ক্যালাইস পরিস্থিতি ভয়াবহ

সৈয়দ শাহ সেলিম আহমেদ: গত রাত ইউরোট্যানেলের প্রবেশ পথ দিয়ে ২০০০ হাজারেরও অধিক অবৈধ অভিবাসী ব্রিটেনের ঢোকার চেষ্টা করলে ট্যানেলের পরিস্থিতি মারাত্মক ঝুকির মধ্যে পড়ে। পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়ে পড়েন অবৈধ অভিবাসীরা- জোর করে মানবস্রোতের মাধ্যমে ঢোকার চেষ্ঠা করেন। এ সময় শাটল অপারেটর কর্তৃপক্ষ বন্ধের সময়ের কারণে সেখানে ছিলেননা। সকালে কাজে গিয়ে ট্যানেলের অবস্থা দেখে তারা শিউরে উঠেন। অনেক অবৈধ অভিবাসী জখমও হন।

এর আগে গত দুই সপ্তাহ থেকে ক্যালাইস পয়েন্ট দিয়ে অবৈধ অভিবাসীর যেন ঢল নামে। তারা সবাই ব্রিটেনে ঢোকার চেষ্ঠা করছে। ইমিগ্র্যাশনের কর্মকর্তারা বলছেন, “সময় এসেছে এই পরিস্থিতি দ্রুততার সাথে সামাল দেয়ার। কেননা যেভাবে মানবস্রোত ক্যালাইসের দিকে লরি, ট্রেন, ফেরিতে লোকজন আসছে, তাদের সামাল দেয়া কষ্টকর হচ্ছে”।
image
তবে গতরাতে মানস্রোতের ধাক্কায় ইউরো শাটলের কোন ক্ষতি হয়নি। অপারেটরদের সূত্রে জানা গেছে এই সংবাদ।

ইউরোট্যানেল লোকজনকে উপদেশ দিয়েছেন ফ্রান্স ডে ট্রিপ বাতিল করতে অভিবাসী সংকটময় পরিস্থিতির কারণে। এদিকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এডভাইস করেছেন, ক্যালাইস পয়েন্ট যাত্রা না করতে, যেহেতু ফ্রান্সের ফার্মাররা ধর্মঘটের ডাক দিয়েছেন।
image
ধারণা করা হচ্ছে, ইউকের ফ্রেইট ইন্ডাস্ট্রি দৈনিক ৭৫০ হাজার পাউন্ড করে ক্ষতি সম্মুখীন হচ্ছে, ফ্রান্সের ধর্মঘট আর ক্যালাইস ইমিগ্র্যাশন পয়েন্টের ভয়াবহ পরিস্থিতির কারণে। কেননা, কেন্ট পুলিশ চ্যানেল ক্রসিং এর সময় বাধ্য হয়ে এম২৫ সকল লরি সেখানে পার্কিং এর স্তুপ করছে যেকোন সংকট এড়াতে।