Home » Uncategorized » দারুল উম্মাহ রেডব্রিজ নতুন ‘সিস্টার্স সার্কেল’ উদ্যোগের সূচনা করল

দারুল উম্মাহ রেডব্রিজ নতুন ‘সিস্টার্স সার্কেল’ উদ্যোগের সূচনা করল

এমদাদ রহমান

রেডব্রিজ, লন্ডন — দারুল উম্মাহ রেডব্রিজ তাদের নতুন ‘সিস্টার্স সার্কেল’ উদ্যোগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদ্‌যাপন করেছে। উদ্বোধনী আয়োজনটিতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জনেরও বেশি নারী একত্রিত হন।

নিরাপদ, সহায়ক ও আন্তরিক পরিবেশে পরিচালিত এই সিস্টার্স সার্কেলের লক্ষ্য হলো ভিন্ন ভিন্ন পটভূমির মুসলিম নারীদের—বিশেষত যারা সদ্য ইসলাম গ্রহণ করেছেন—ক্ষমতায়ন করা। শেখা, আত্মপর্যালোচনা এবং অর্থবহ সংযোগের মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস ও পারস্পরিক বন্ধন গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন সাজেদা আহমেদ—দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের পরিচালক ও ট্রাস্টি, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের ন্যাশনাল কাউন্সিল সদস্য এবং সিটিজেন্স ইউকের ‘চেঞ্জ মেকার অব দ্য ইয়ার’ পুরস্কারপ্রাপ্ত। সাম্প্রতিক এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি ঐক্য, কৃতজ্ঞতা ও যৌথ জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবার, সমাজ ও বৃহত্তর সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে ঈমানের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

সিস্টার্স সার্কেল পরিকল্পনা কমিটির চেয়ার ও থাইল্যান্ডে জন্মগ্রহণকারী ইসলাম গ্রহণকারী ফাতিমাহ রোফে উদ্যোগটির পেছনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এই সার্কেলকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন, যা আত্মবিশ্বাস লালন করে, পরিচয়বোধকে সমর্থন দেয় এবং নারীদের ব্রিটিশ সমাজে ইতিবাচক ও আন্তরিকভাবে অবদান রাখতে সক্ষম করে।

অংশগ্রহণকারীরা কর্মসূচিটির উষ্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানান, যেখানে মুসলিম ও অমুসলিম অতিথিদেরও স্বাগত জানানো হয়।

আলোচনা, একসঙ্গে খাবার ভাগাভাগি এবং খোলা সংলাপের মাধ্যমে একতার অনুভূতি গড়ে উঠছে—যা সহমর্মিতা ও সংহতির মূল্যবোধকে আরও জোরালো করছে, এমন এক সময়ে যখন কমিউনিটি স্পেস আগের চেয়ে আরও বেশি প্রয়োজনীয়।

উদ্বোধনের পর থেকে সিস্টার্স সার্কেল নিয়মিতভাবে মিলিত হচ্ছে; অতিথি বক্তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান অংশগ্রহণ ও আত্মবিশ্বাস গড়ে উঠছে।

দারুল উম্মাহ রেডব্রিজ সিস্টার্স সার্কেল প্রতি দুই সপ্তাহ অন্তর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত, স্কুল টার্ম চলাকালীন সময়ে অনুষ্ঠিত হয়।

দারুল উম্মাহ রেডব্রিজ দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের অংশ হিসেবে পরিচালিত হয়, যা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি পুরুষ, নারী ও শিশুদের জন্য নানাবিধ সেবা প্রদান করে, যার মধ্যে ইংরেজি ও আরবি—উভয় ভাষায় খুতবা প্রদানও অন্তর্ভুক্ত।

সাজেদা আহমেদ, ট্রাস্টি ও পরিচালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*