প্রকাশনার জন্য
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, মহামান্য আবিদা ইসলাম, আনুষ্ঠানিকভাবে ডিমেনশিয়া ফ্রেন্ড হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি প্রথম কর্মরত হাই কমিশনার হিসেবে এই অঙ্গীকার গ্রহণ করলেন, যা বৈশ্বিক ডিমেনশিয়া সচেতনতা, নেতৃত্ব ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডিমেনশিয়া ফ্রেন্ডস সেশনটি পরিচালনা করেন এমদাদ রহমান এমবিই—ডিমেনশিয়া ফ্রেন্ডস অ্যাম্বাসাডর ও দীর্ঘদিনের কমিউনিটি অ্যাডভোকেট। তাঁর কাজের মূল লক্ষ্য ছিল কলঙ্ক দূর করা, সহায়তার সুযোগ বিস্তৃত করা এবং যুক্তরাজ্যজুড়ে ডিমেনশিয়া-বান্ধব কমিউনিটি গড়ে তোলা। সেশনে ডিমেনশিয়ার মানবিক প্রভাব এবং মনোভাব ও ফলাফল পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়।
এই পদক্ষেপের মাধ্যমে মহামান্য হাই কমিশনার একটি শক্তিশালী জাতীয় ও আন্তর্জাতিক বার্তা দিয়েছেন—ডিমেনশিয়া কোনো ব্যক্তিগত লড়াই নয়, এটি একটি যৌথ সামাজিক বিষয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত, যার মধ্যে প্রবাসী ও অভিবাসী কমিউনিটির পরিবারগুলোও রয়েছে। এই নেতৃত্বের মুহূর্ত কূটনৈতিক, নাগরিক ও কমিউনিটি পরিসরে বোঝাপড়া ও সচেতনতা বাড়াতে সহায়তা করবে।
প্রশিক্ষণে ডিমেনশিয়া ফ্রেন্ডসের পাঁচটি মূল বার্তা পুনর্ব্যক্ত করা হয়: • ডিমেনশিয়া বার্ধক্যের স্বাভাবিক অংশ নয় • এটি মস্তিষ্কের রোগের কারণে ঘটে • এটি শুধু স্মৃতিভ্রংশ নয় • ডিমেনশিয়া নিয়ে ভালোভাবে জীবনযাপন করা সম্ভব • ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে
মহামান্য হাই কমিশনারের এই অঙ্গীকার আগেভাগে আলোচনা শুরু করতে উৎসাহ দেবে, ভয় ও কলঙ্ক কমাবে এবং আরও বেশি মানুষকে সহায়তা ও সমর্থন খুঁজতে উদ্বুদ্ধ করবে। এটি বার্ধক্য, স্বাস্থ্যসমতা ও সহমর্মিতাপূর্ণ নেতৃত্ব নিয়ে বৈশ্বিক আলোচনাকেও শক্তিশালী করে।
মহামান্য আবিদা ইসলাম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, বলেন: “ডিমেনশিয়া ফ্রেন্ড হওয়া একদিকে ব্যক্তিগত অঙ্গীকার, অন্যদিকে নেতৃত্বের দায়িত্ব। ডিমেনশিয়া সব কমিউনিটি, সংস্কৃতি ও সীমান্ত পেরিয়ে পরিবারগুলোকে প্রভাবিত করে, তবুও এটি প্রায়ই নীরবতা বা ভুল বোঝাবুঝির মুখে পড়ে।
শেখা, খোলামেলা কথা বলা এবং ছোট কিন্তু অর্থবহ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা কলঙ্ক কমাতে, মর্যাদা প্রতিষ্ঠা করতে এবং ডিমেনশিয়ায় বসবাসকারী মানুষদের সমাজের প্রতিটি স্তরে দৃশ্যমান, সমর্থিত ও মূল্যবান বলে নিশ্চিত করতে পারি।”
এমদাদ রহমান এমবিই যোগ করেন: “এটি একটি ঐতিহাসিক ও গভীরভাবে তাৎপর্যপূর্ণ মুহূর্ত। যখন শীর্ষ পর্যায়ের নেতারা এগিয়ে আসেন, তখন ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের অভিজ্ঞতা স্বীকৃতি পায়। সচেতনতা শুরু হয় শীর্ষ থেকে, কিন্তু এর প্রভাব পৌঁছে যায় সবার কাছে।”
ডিমেনশিয়া ফ্রেন্ডস হলো আলঝেইমার্স সোসাইটি পরিচালিত একটি উদ্যোগ, যা যুক্তরাজ্যজুড়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাস্তবায়িত হয়। এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষদের সহায়তায় বাস্তব পদক্ষেপ নিতে সক্ষম করে।
এই মাইলফলক স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে আরও অন্তর্ভুক্তিমূলক, তথ্যভিত্তিক এবং ডিমেনশিয়া-বান্ধব কমিউনিটির দিকে অগ্রগতির প্রতীক।