ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ১ রানের হতাশাজনক হার : যা বললেন ধোনি, মাশরাফি, সাব্বির, মুশফিক ও অন্যান্যরা

১ রানের হতাশাজনক হার : যা বললেন ধোনি, মাশরাফি, সাব্বির, মুশফিক ও অন্যান্যরা

২৪ মার্চ ২০১৬: শেষ ওভারে বল বাকি ছিল তিনটি। রান দরকার ছিল দুই। প্রথমে উইকেটে ছিলেন মুশফিকুর রহিম। হার্দিক পান্ডের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

এরপর বাকি ছিল দুই বল। রান দরকার দুই। উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলার ক্রিকেটপ্রেমী কোটি কোটি দর্শক স্বপ্ন দেখেছিলেন জয়ের। কিন্তু উড়িয়ে মারতে গিয়ে রিয়াদও প্যাভিলিয়নের পথ ধরলেন। এরপর শুভাগত হোম উইকেটে গিয়ে বল স্পর্শই করতে পারলেন না। ফলাফল হলো এক রানের হার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত রাতের সুপার টেনের ম্যাচে হারতে বসা ভারত এক রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। তীরে এসেও তরী ডুবে বাংলাদেশের। এর আগে বহু ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বহু ম্যাচেই তীরে এসে তরী ডুবিয়েছে তারা। কিন্তু এমন ম্যাচ হয়তো খুব কমই হয়েছে। মাত্র এক রানের ব্যবধানে গতকাল বুধবার রাতে হেরেছে বাংলাদেশ। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না দেশের মানুষ। আর যাঁরা মাঠে লড়াই করেছেন, তাঁদের কেমন লাগছে সেটা হয়তো ভাবনারও বাইরে।

নিজেদের ফেসবুক পেজে গতকালের খেলা সম্পর্কে বক্তব্য দিয়েছেন খেলোয়াড়রা। এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ তাঁর সম্পর্কে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বলা কিছু কথাকে তুলে দিয়েছেন ভক্তদের জন্য।
ধোনি:
গত রাতে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দলের খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন ভারতের অধিনায়ক ধোনি। এ সময় প্রতিপক্ষ দলের সম্পর্কে মন্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘মাঝেমধ্যে এটা হতে পারে। সে সময় আপনার উচিত একটা বড় দান খেলে শেষ করা। এবং যদি আপনি মনে করেন আপনাদের এখনো কিছু উইকেট বাকি আছে, মনে করেন যে অন্যরা খেলাটা শেষ করতে পারবে। এবং যখন আপনি ভালো ব্যাট করবেন, আপনার উচিত নিজের সেরা শটটা খেলা। এটা মাহমুদুল্লাহর জন্য একটা শিক্ষা। আর এটাই হলো ক্রিকেট, যদি এটা ছয় হতো তাহলে তা হতো দারুণ একটা শট। এর জন্য সাহস দরকার। আর এটাই হলো ক্রিকেট।’
এভাবেই বাংলাদেশের খেলাকে সংজ্ঞায়িত করেছেন ধোনি। তিনি বলেন, ২০০৭ সালের বিশ্বকাপে এ রকম একটি খেলা দেখেছিলেন তিনি। তবে এবারের খেলাটি ছিল সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
বাংলাদেশ সম্পর্কে ধোনির এই কথাগুলোই নিজের ফেসকুক পেজে নিজের আউট হয়ে ফিরে যাওয়ার ছবিসহ প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় রাত ১টা ৭ মিনিটে এই পোস্টটি প্রকাশ করেন তিনি।

মাশরাফি বিন মুর্তজা:

ভারতের বিপক্ষে এদিনের হারটাকে নিজেদের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয় বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাত্র ১ রানে হেরেছে বলেই মাশরাফির এত আক্ষেপ। তার চেয়ে বড় কথা, হাতে উইকেট রয়েছে পাঁচটি, দুজন অভিজ্ঞ ও সেট ব্যাটসম্যান পিচে এবং তিন বলে দুই রান প্রয়োজন ছিল তখন। স্বাভাবিক কারণে এই হারটা অবাক করার মতো।
বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটি শুধু আমার একারই নয়, ড্রেসিংরুমে আমরা যাঁরা ছিলাম, আমাদের সবারই কাছে এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। এমন হার আসলে মেনে নেওয়ার মতো নয়।’
তবে এর বাইরে পুরো ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে করেন মাশরাফি, ‘শেষ তিন বল বাদ দিলে পুরো ম্যাচেই আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—প্রতিটি বিভাগেই আমরা ভালো খেলেছি এবং আধিপত্য দেখিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, শেষ পর্যন্ত আর পারলাম না আমরা।’

এই হারের জন্য মুশফিক ও মাহমুদউল্লাহ দায়ী কি না এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি এই হারের জন্য কাউকেই দায়ী করতে চাই না। তবে আমি মনে করি, তাঁরা দুজনেই আরেকটু সতর্ক হলে এই ম্যাচে আমরাই জিততে পারতাম।’

মুশফিকুর রহিম: 

ভারতের কাছে মাত্র ১ রানে হেরে যাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে নিজের ফেসবুকে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

মুশফিক বলেন, ‘আমি জানি, গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল… কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে… তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।’
জাতীয় দলের এ ক্রিকেটার বলেন, ‘এ রকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি… হয়তো আমার জন্যই দল হেরে গেছে… সে ক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাসি এনে দিতে পারব।’

সাব্বির রহমান:

বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা সাব্বির রহমান রুম্মানও। তিনিফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হারকে অনাকাঙ্ক্ষিত বলেছেন।

সাব্বির বলেন, ‘যা ঘটে গেছে, তা অনাকাঙ্ক্ষিত। যেটা আমরা কেউই প্রত্যাশা করিনি। আমরা সব সময় জয়ের জন্যই খেলি। তবে যাই হোক, পরবর্তী ম্যাচে আমরা ভালোভবে ফিরব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।’
সুরেশ রায়না: 
অন্যদিকে টুইটে বিতর্ক ছড়িয়েছেন সুরেশ রায়না। এদিন শেষ ওভারে টানা দুই বলে চার মেরে খুবই আনন্দ প্রকাশ করেন মুশফিকুর রহীম। অনেকটা ম্যাচ জয়ের মতো আনন্দ। তখন তিনি আনন্দে শূন্যে লাফিয়েও ওঠেন। আর এই বিষয়ের দিকে ইঙ্গিত করে ব্যাঙ্গ করেছেন সুরেশ রায়না। তিনি টুইটে লেখেন, ‘শেষ হওয়ার আগ পর্যন্ত হাল ছেড়ো না। আর জয় নিশ্চিত হওয়ার আগে উদযাপন করো না’।
ব্রায়ান লারা: 
লারা টুইট করেন, ‘ওয়াও!!! কী বলবো, বুঝতে পারছি না। অবিশ্বাস্য বাংলাদেশ, সৌভাগ্য ভারতের’।