ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / অবশেষে ডি ক্যাপ্রিও’র হাতে উঠলো অস্কার

অবশেষে ডি ক্যাপ্রিও’র হাতে উঠলো অস্কার

২৯ ফেব্রুয়ারি ২০১৬: যেমনটা ধারণা করা হয়েছিলো ঠিক তেমনটাই হলো। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কার এর সেরা অভিনেতার পুরস্কার হাতে উঠলো লিওনার্দো ডিক্যাপ্রিওর। ‘রেভেন্যান্ট’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।  তার এবার সেরা অভিনেতার পুরস্কার জয়ের মধ্য দিয়ে ভক্ত-সমর্থকদের সে আশা পূরণ হলো।

এর আগে ‘টাইটানিক’সহ অনেক ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ডিক্যাপ্রিওকে ছয়বার অস্কার এর মনোনয়ন দেয়া হলেও পুরস্কার তার ভাগ্যে জোটেনি। এই নিয়ে অস্কার কমিটিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে এবার বেঁচে থাকার লড়াই নিয়ে ‘রেভেন্যান্ট’ ছবিতে তিনি যে অভিনয় করেছেন তা অন্য ছবির পারফরমেন্সগুলোকেও ছাপিয়ে গেছে। আর সেরা অভিনেতার পাশাপাশি এবার এ ছবিটিও সর্বাধিক বিভাগে পুরস্কার জিতেছে। অস্কার পাওয়ার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে ডিক্যাপ্রিও বলেন, অবশেষে পেলাম অস্কার পুরস্কার। অনেক দিনের স্বপ্ন আমার এটি। অনেক বার হাতছানি দিলেও ধরা দেয়নি এটি আমার কাছে। কিন্তু আজ এটি পেয়ে আমি অত্যাধিক আনন্দিত। ধন্যবাদ অস্কার কতৃপক্ষকে।

এক নজরে দেখে নিন এবারের অস্কার জয়ীদের তালিকা-

অস্কারে সেরা ছবি: স্পটলাইট
সেরা অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও
সেরা অভিনেত্রী: ব্রি লারসন
সেরা পরিচালক: অ্যালেহান্দ্রো ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
সেরা অরিজিনাল সং: রাইটিংস অন দা ওয়াল
সেরা অরিজিনাল স্কোর দ্য হেটফুল এইট
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: হাঙ্গেরির সন অফ সেলপেল
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: স্টারার
সেরা ডকুমেন্টরি শর্ট: দ্য গার্ল ইন দ্য রিভার
সেরা ডকুমেন্টরি ফিচার: ইনসাইড আউট
ভিজ্যুয়াল এফেক্ট: এক্স মেসিনা
সাউন্ড মিক্সিং ও এডিটিং: ম্যাড ম্যাক্স ফিউরি রোড
কস্টিউম, প্রোডাকশন, মেক-আপ ও হেয়ারস্টাইল: ম্যাড ম্যাক্স ফিউরি রোড
বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে: জোস সিঙ্গার ও টম ম্যাক’ক্যার্থি।
বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: চার্লস  র্যা ডল্ফ ও অ্যাডাম ম্যাক
সেরা পার্শ্ব অভিনেত্রী:  অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল)
বেস্ট কস্টিউম ডিজাইনার: জেনি বিভান।
সেরা পার্শ্ব অভিনেতা:  মার্ক রায়ল্যান্স (ব্রিজ অফ স্পাইস)
অ্যানিমেটেড ফিচার ফিল্ম: পিট ডক্টর ও জোনাস রিভেরা (ইনসাইড আউট)
অ্যানিমেটেড শর্ট ফিল্ম: গ্যাব্রিয়েল ওসোরিও ও পাতো এসকালো (বিয়ার স্টোরি)