ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / খালেদা জিয়া ও তারেক রহমানের পদেও সরাসরি নির্বাচন

খালেদা জিয়া ও তারেক রহমানের পদেও সরাসরি নির্বাচন

১১ ফেব্রুয়ারি, ২০১৬: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থায়ী কমিটির সুপারিশক্রমে দলীয় গঠনতন্ত্র সংশোধন করে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়েছে। এছাড়া আসন্ন বিএনপির ষষ্ঠ কাউন্সিল সফল করার জন্য দলের পক্ষ থেকে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট আবদুস সালাম আজাদ, সহ দফতার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগহর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ। ফখরুল বলেন, দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য গতকাল (মঙ্গলবার) রাতে সভায় স্থায়ী কমিটির সদস্যরা সুপারিশ করেন। পরে দলের চেয়ারপারসন তা অনুমোদন দেন। এরপর চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্য দুই সদস্য হলেন— ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক। মির্জা ফখরুল বলেন, জাতীয় কাউন্সিল-২০১৬ প্রস্ততি কমিটির চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সকল উপকমিটির আহ্বাবায়কগণ এ উপ-কমিটির সদস্য। অভ্যুত্থনা উপকমিটির আহ্ববায়ক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ঘোষণাপত্র সংশোধন উপকমিটির আহ্ববায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, শৃঙ্খলা ও সেবা উপকমিটির আহ্বায়ক বিএনপির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যবস্থাপনা প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, ড্রাফটিং উপকমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, আন্তার্জাতিক সম্পর্ক উপকমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমান, প্রকাশনা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, অর্থ উপকমিটি পরে জানানো হবে, চিকিৎসা উপকমিটির আহ্বায়ক ডা. এজেড এম জাহিদ হোসেন, দফতর ও যোগযোগ উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক গাজী মাজহারুল আনোয়ার। এক প্রশ্নের জাবাবে মির্জা ফখরুল বলেন, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগেই জানিয়েছি। আমরা তিনটি জায়গায় অনুমতি চেয়েছি, এখনও নিশ্চিত হতে পারিনি। আশা করছি দুই একদিনের মধ্যে নিশ্চিত হতে পারবো। আপনাদের যথা সময়ে আমরা তা জানিয়ে দেব।

কালের কণ্ঠ