ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / সিরিয়ায় আইএস যোদ্ধা বৃটিশ বাংলাদেশী আসাদ নিহত

সিরিয়ায় আইএস যোদ্ধা বৃটিশ বাংলাদেশী আসাদ নিহত

সিরিয়ায় আইএস জঙ্গিদের হয়ে যুদ্ধ করতে বৃটেনের পোর্টসমাউথ থেকে যাওয়া ৫ বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ তরুণের শেষজন আসাদুজ্জামান নিহত হয়েছে। ‘বৃটেনি ব্রিগেড বাংলাদেশী ব্যাড বয়েজ’- নামে সংগঠিত হয়েছিল ওই ৫ যুবক। আসাদুজ্জামান ছাড়া ওই দলের তিন সদস্য আগেই নিহত হয়েছে। এক সদস্য বৃটেনে জেল খাটছে। আইএস-এর হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় গিয়ে নিহত হওয়া বৃটিশ নাগরিকদের মধ্যে আসাদুজ্জামান ৫০তম। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট। ২০১৩ সালের অক্টোবরে গ্যাটউইক বিমানবন্দরে হাঁটার সময় ক্যামেরায় ধরা পড়ে ‘বৃটেনি ব্রিগেড বাংলাদেশী ব্যাড বয়েজ’- দলটি। ওই সময়ই তারা আইএস-এর হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় রওনা দেয়। আসাদুজ্জামানসহ ৫ জনের ওই দলের ৪ সদস্যই নিহত হয়েছে। তবে মাসুদুর চৌধুরী নামে একমাত্র জীবিত সদস্য বৃটেনের কারাগারে রয়েছে। তাদের আগে ইফতেখার জামান নামের অপর এক বাংলাদেশী-বৃটিশ নাগরিক সিরিয়ায় আইএস-এর হয়ে লড়াইয়ে যোগ দিতে গিয়েছিল। সে-ই পরে আসাদুজ্জামানসহ অন্যদের যুুদ্ধে যেতে উৎসাহিত করে। সমপর্কে ইফতেখার জামান ও আসাদুজ্জামান ঘনিষ্ঠ আত্মীয়। তবে ইফতেখার জামান নিজেই ২০১৩ সালের ডিসেম্বরে নিহত হয়। আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ র‌্যাডিকালাইজেশন (আইসিএসআর)-এর জ্যেষ্ঠ গবেষক সিরাজ মাহের।