ব্রেকিং নিউজ
Home / বিশ্ব / বিহারের মুখ্যমন্ত্রীকে জুতো

বিহারের মুখ্যমন্ত্রীকে জুতো

বিহারের মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝিকে লক্ষ্য করে জুতো ছুড়েছে এক যুবক। বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আজ সকালে ‘জনতা দরবার’ চলার সময় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করে ওই যুবক। তবে ওই জুতো মুখ্যমন্ত্রীর গায়ে লাগেনি। এদিকে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম অমিতেশ। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের কর্মীদের সামনে অমিতেশ জানিয়েছে, ‘গত দুই বছর ধরে আমি জনতার দরবারে আসছি। কিন্তু কোন কাজ হয়নি’। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলে তিনি বলেন, উন্নয়নের কথা বলে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ধোঁকা দিচ্ছে। তবে এই হামলার পেছনে অন্য কোন কারণ আছে কি তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, কয়েক বছর আগে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড নেতা নীতিশ কুমার ‘জনতা দরবার’ চালু করেছিলেন। মূলত রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনতেই এই দরবার চালু করা হয়েছিল। নীতিশ কুমারের পর বর্তমান মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝিও সেই প্রথা চালু রেখেছেন। প্রতি সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে জনতার দরবার বসে। বিডি-প্রতিদিন