ব্রেকিং নিউজ
Home / বিনোদন / ভারতীয় চলচ্চিত্র যৌনতায় ভরপুর : জাতিসংঘ রিপোর্ট

ভারতীয় চলচ্চিত্র যৌনতায় ভরপুর : জাতিসংঘ রিপোর্ট

bollywood১৬ নভেম্বর, ২০১৪: নারীদের যৌনআবেদনময়ী রূপে উপস্থাপনের ক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্র শীর্ষে রয়েছে। জাতিসংঘ পরিচালিত এক জরিপে উঠে এসেছে ভারতীয় চলচ্চিত্রের ৩৫ ভাগ নারীকে নগ্নতাপূর্ণ দৃশ্যে উপস্থাপন করা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আউটলুক ইন্ডিয়া।

জাতিসংঘের এ জরিপে মূলত তুলে ধরা হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানের জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে নারীর অবস্থা। এ জরিপে উঠে এসেছে নারীর প্রতি সমাজের গভীরে প্রথিত বৈষম্য, একটি নির্দিষ্ট চোখে দেখা, যৌনতামূলক চরিত্র হিসেবে উপস্থাপনের মতো সমস্যা।
গবেষণায় দেখা যায়, ভারতীয় চলচ্চিত্রে নারী চরিত্রগুলোকে মাত্রাতিরিক্ত যৌনতাপূর্ণ দৃশ্যে দেখানো হয়। অন্যদিকে নারীদের গুরুত্বপূর্ণ বা ক্ষমতাবান চরিত্রে দেখানো হয় না। সেখানে তাদের সাধারণত ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানীর মতো গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখানো হয় না।
আরেকটি তথ্যে দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও ভারতীয় চলচ্চিত্রে কথা বলা নারীর সংখ্যা থাকে এক-তৃতীয়াংশ। এক্ষেত্রে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনা ও ভারতীয় চলচ্চিত্র এ তালিকার সর্বনিম্নে রয়েছে।