ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি, সহ-অধিনায়ক সাকিব, টেস্টে মুশফিক

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি, সহ-অধিনায়ক সাকিব, টেস্টে মুশফিক

CRICKET-BAN-WIS৩০ সেপ্টেম্বর ২০১৪ : মঙ্গলবার বিসিবি বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হল- জাতীয় দলে আর একক অধিনায়কত্ব থাকছে না। ওয়ানডেতে নেতৃত্বের স্থানে বসানো হয়েছে দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে। আর সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে টেস্ট ফরম্যাটে মুশফিকুর রহিমকেই অধিনায়কত্বে বহাল রাখা হয়েছে। আর তামিম ইকবালকে করা হয়েছে সহ-অধিনায়ক।

মূলত ধারাবাহিকভাবে দল ব্যর্থ হওয়ায় টেস্ট ও ওয়ানডেতে আলাদা নেতৃত্ব বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট খেলুড়ে অনেক দলেই ফরম্যাট অনুযায়ী ভিন্ন ভিন্ন অধিনায়ক করা হচ্ছে। এতে সাফল্যের পাল্লাটাই ভারী। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল ৩ ফরম্যাটে ৩ অধিনায়ক দিয়েই টিম চালাচ্ছে। অবশেষে সেই ধারাতেই আবদ্ধ হলো বাংলাদেশের ক্রিকেট।

এখন দেখার বিষয়, ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে কি না জাতীয় দল।