ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / আইএসের হুমকিকে খাটো করে দেখেছিল যুক্তরাষ্ট্র: ওবামা

আইএসের হুমকিকে খাটো করে দেখেছিল যুক্তরাষ্ট্র: ওবামা

Michelle Obama২৯ সেপ্টেম্বর, ২০১৪: ইসলামিক স্টেটের হুমকিকে খাটো করে দেখার কথা স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সিবিএস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন শুধু আইএস নয়, জঙ্গি মোকাবেলায় ইরাকি সেনাবাহিনীর সামর্থ্য নিয়েও মার্কিন গোয়েন্দা সংস্থার ভুল ধারণা ছিল। ইরাকি আদিবাসী যোদ্ধাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সেনারা যখন আল কায়েদাকে হঠিয়ে দেয় তখন বিদ্রোহীরা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সিরিয়ায় কয়েক বছর ধরে চলমান গৃহযুদ্ধের সুযোগ নিয়ে আবারও সংগঠিত হয় তারা । ৬০ মিনিটের ওই সাক্ষাৎকারে শিয়া সুন্নি সহিংসতা রুখতে রাজনৈতিক সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন ওবামা। এদিকে, আইএস দমনে সিরিয়ায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে প্রতিহত করার অঙ্গিকার করেছে আল-কায়েদা সমর্থিত গ্রুপ আল-নুসরা ফ্রন্ট। ২৫ মিনিটের অডিও বার্তায় সংগঠনটির প্রধান আবু মোহাম্মদ আল গোলনি মার্কিন জোটের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা পাঠায়। জুনে আইএস ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে ইসলামি রাষ্ট্র ঘোষণার পর তাদের দমনে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়াতেও আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্রবাহিনী। পশ্চিমা দেশগুলো ছাড়াও আরব রাষ্ট্রগুলো এ হামলায় যোগ দিয়েছে।